04 Oct সঠিক তন্ত্র প্রয়োগে অসাধ্য সাধন
তন্ত্রমার্গ যতটাই গুপ্ত ততটাই সাধনের উপযুক্ত একটি পথ। সাধক গুরুমুখী বিদ্যা লাভ করে মানবসেবায় নিজেকে নিযুক্ত করেন এবং সাধারণ ভক্ত সেই সাধনের সঠিক ফললাভ করে থাকেন। বর্তমান সময়ে বেশকিছু মাতৃসাধক, সাধনের পরিবর্তে ক্রিয়কর্মে (স্তম্ভন/ বিদ্বেষণ/ বশীকরণ ইত্যাদি) নিযুক্ত হচ্ছেন, যেটি মাতৃসাধকের জন্য কাম্য নয়। কারণ, মানুষকে বিপদ মুক্ত করাই চরণাশ্রিতদের একমাত্র উদ্দেশ্য, বিপদে ফেলা নয়।
বগলামুখী মাতৃমিশনের প্রতিষ্ঠাতা আচার্য কূলাবধূতাচার্য সোমানন্দ নাথ কলকাতার এক স্বনামধন্য খেলোয়াড়ের পরিবারের বিপদ মুক্তির জন্য বিশেষ ক্রিয়া সম্পন্ন করেছিলেন, যার ফলস্বরূপ আজ সেই পরিবার বিপদমুক্ত। এমনকি যারা এই বিপদে ফেলার চেষ্টা করেছিলেন তারাও নিজের ভুল স্বীকার করে ক্ষমাপ্রার্থনা করে গিয়েছেন।
এমন অনেক ভক্তই মায়ের বাড়িতে এসে নানান বিপদ থেকে মুক্ত হয়েছেন এবং এখনও হচ্ছেন। আপনারাও তন্ত্রের সঠিক পথ অবলম্বন করুন, তাতে নিজেদেরই মঙ্গল।